শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি শায়খ আহমাদুল্লাহর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:০১ পিএম
শায়খ আহমাদুল্লাহ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও বক্তা শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে (ছাত্র সংসদ ছাড়া) লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’
তিনি আরো বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর দস্যুবৃত্তির অবসান হওয়া জরুরি। আমার বিশ্বাস, এটা প্রায় সব অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবি।’
এর আগে, গত শনিবার (৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে সত্য বলতে গিয়ে জুলুমের শিকার হওয়া ইমামদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ।
উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ একজন ইসলামি ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত ও আরব আমিরাতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি আইকিউএ.ইনফো নামে একটি ইসলামি প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন।