×

জাতীয়

প্রশ্নফাঁস

৪৬তম বিসিএসে কতজন পাস করেছেন, বললেন আবেদ আলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:১৬ পিএম

৪৬তম বিসিএসে কতজন পাস করেছেন, বললেন আবেদ আলী

৪৬তম বিসিএসে কতজন পাস করেছেন, বললেন আবেদ আলী। ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসকাণ্ডে গ্রেপ্তার হওয়া আবেদ আলীর হাত ধরে ৪৬তম বিসিএসে অন্তত ১২ প্রার্থী পাশ করে ক্যাডার হয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

গত ৫ জুলাইয়ের পিএসসির অধীনে রেলওয়ে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। এ অভিযোগে আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার হন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলামও। 

গ্রেপ্তার হয়ে সিআইডির জিজ্ঞাসাবাদে আবেদ আলী বলেন, তার হাত ধরে অনেকেই বিসিএস ক্যাডার হয়েছে। সর্বশেষ ৪৬তম বিসিএসে ক্যাডার হয়েছেন অন্তত ১২ জন প্রার্থী। তার সরবরাহ করা প্রশ্নে পরীক্ষা দিয়ে ইতোমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকে। আদালতে আবেদ আলী অপরাধ স্বীকার করে ইতোমধ্যে জবানবন্দীও দিয়েছেন। 

সিআইডি সূত্র জানায়, চলতি মাসের ৫ জুলাই পিএসসির অধীনে রেলওয়ে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

আদালতে দেয়া জবানবন্দিতে সাজেদুল জানান, রেলওয়ে প্রকৌশলী পদের পরীক্ষা জন্য ৪ সেট প্রশ্নপত্রের খসড়া করা হয়, যা জমা ছিল একজন পিএসসি মেম্বারের রুমে তালাবদ্ধ একটি ট্রাংকে। ঝাড়ুদার ওই কক্ষ পরিষ্কারের জন্য খুললে সেখানে ঢুকে পড়েন অফিস সহায়ক সাজেদুল। পরে তালা কেটে চার সেট প্রশ্নের ফটোকপি করেন। বিষয়টি যাতে ওই পিএসসি মেম্বার বা অন্য কেউ বুঝতে না পারেন সেজন্য অন্য এমন একটি তালা ঝুলিয়ে দেন ট্রাংকে, যাতে যেকোনো চাবি দিয়ে ট্রাংকটি খোলা যায়।

আরো পড়ুন: আমার পিয়ন ছিলেন, এখন ৪০০ কোটির মালিক

সাজেদুলকে সিআইডির জিজ্ঞাসাবাদের সূত্রধরে গ্রেপ্তার করা হয় মতিঝিল এজিবি কলোনিতে বসবাসকারী ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (৩০) ও তার ভাই সাইমকে (২০)। পরে একে একে গ্রেপ্তার করা হয় মোট ১৭ জনকে। সাখাওয়াতও নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে সাখাওয়াত বলেন, পিএসসির অফিস সহায়ক সাজেদুলের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। রেলওয়ের প্রকৌশলী পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২ দিন আগে তিনি সাজেদুলের একটি গোডাউন ব্যবহারের অনুমতি নেন। পরবর্তীতে সেখানে ৪০ থেকে ৪৫জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা এবং তাদেরকে ওই রুমে প্রশ্নপত্র সরবরাহ করেন। চুক্তিবদ্ধ শিক্ষার্থীরা যেন প্রশ্নপত্র বাইরে সরবরাহ করতে না পারে সেজন্য তাদের ফোন রেখে দেয়া হতো।

টাইমলাইন: বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এত টাকা কীভাবে সরালেন সাবেক এই ভূমিমন্ত্রী!

এত টাকা কীভাবে সরালেন সাবেক এই ভূমিমন্ত্রী!

বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App