ভয়ংকর এক সরকারি কর্মকর্তার সন্ধান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ভারতীয় এক নারী সরকারি কর্মকর্তার বিভিন্ন কুকীর্তির কথা সংবাদমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশিত হচ্ছে। সংবাদমাধ্যমের শিরোনামে পরিণত হওয়া এই সরকারি কর্মকর্তার নাম পূজা খেদকর। তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবার (আইএএস) কর্মকর্তা হিসেবে পুনেতে শিক্ষানবিস অ্যাসিসটেন্ট কালেক্টর হিসেবে কর্মরত।
পূজা খেদকরকে নিয়ে সংবাদ প্রকাশ করে প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি। তারা জানায়, মানসিক ও দৃষ্টির সমস্যা বলে চাকরি নেন তিনি। কিন্তু এগুলো এখন সবই ভুয়া হিসেবে প্রমাণিত হচ্ছে। শুধু চাকরি নিয়েই ক্ষান্ত হননি এই সরকারি কর্মকর্তা। কর্মক্ষেত্রে গিয়ে দেখাতে শুরু করেন প্রভাব।
শিক্ষানবিশ অ্যাসিসটেন্ট কালেক্টর হলেও সব সরকারি সুবিধা ভোগের চেষ্টা চালান তিনি। এমনকি তার উপরের যে কর্মকর্তা রয়েছেন তার জায়গা দখলের মতো কাজও করেছেন। এছাড়া সরকারি অফিস থেকে সড়িয়েছেন ফার্নিচার ও অন্যান্যা জিনিসপত্র।
আরো পড়ুন : পশ্চিমবঙ্গসহ ৭ রাজ্যে বিজেপির পরাজয়
শুক্রবার (১২ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, পূজা নামের এই কর্মকর্তা নাভী মুম্বাইয়ের একটি থানায় চুরির অভিযোগে আটক এক আত্মীয়কে ছাড়িয়ে নিতে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাপ দিয়েছিলেন। ভারতীয় সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ছয় মাস আগে শিক্ষানবিশ কোনো কর্মকর্তা সব সরকারি সুবিধা- গাড়ি, বাসস্থান পাবেন না। কিন্তু এগুলো সব পাওয়ার চেষ্টা করেন পূজা। কিন্তু সেগুলো তিনি পাননি।
শারীরিক প্রতিবন্ধকতার কথা বলে চাকরি নিলেও তিনি চালাতেন দামী ‘অডি সেডান’ গাড়ি। যেটিতে আবার সাইরেন লাগিয়েছিলেন তিনি। যা শুধুমাত্র বিশেষ ব্যক্তিরা ব্যবহার করতে পারেন। এছাড়া গাড়িতে ‘মহারাষ্ট্র সরকার’ লেখা সংবলিত স্টিকার সেঁটেছিলেন তিনি। পুনের যে কালেক্টর আছেন তিনি সর্বপ্রথম এই কর্মকর্তার নামে উচ্চপদস্থ কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এরপর তাকে ওয়াসিমে বদলি করা হয়। এরপর থেকেই মূলত অভিযোগগুলো সামনে আসতে থাকে।
এনডিটিভি আরো জানায়, পূজার বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি নিজের প্রভাব খাটিয়ে মেয়েকে সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার চেষ্টা করেছেন। তবে এখন পূজার বাবার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এছাড়া তার মায়ের একটি পুরোনো ভিডিও সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে কৃষকের জমি জোরপূর্বক দখল করতে তিনি অস্ত্র প্রদর্শন করছেন। এদিকে এসব কুকীর্তি সামনে আসার পর এই কর্মকর্তাকে এখন বরখাস্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
সূত্র: এনডিটিভি