দীর্ঘ শুনানির পরেও জামিন পেলেন না কেজরীওয়াল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে জামিন দিল না আদালত। বরং তাকে ৩ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে বলে জানাল দিল্লর রউস অ্যাভিনিউ কোর্ট।
আবগারি মামলায় অভিযুক্ত কেজরীর হেফাজতের মেয়াদ বুধবারই (১৯ জুন) শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষে আদালতে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ইডি পালটা সেই জামিনের বিরোধিতা করে কেজরীকে জেল হেফাজতেই রাখার পক্ষে সওয়াল করে। খবর আনন্দবাজারের।
বিপক্ষের আইনজীবী বলেন, সিবিআই তদন্তে জানা গিয়েছে উনি ১০০ কোটি টাকার উৎকোচ চেয়েছিলেন। তা ছাড়াও আদালতে তার যুক্তি, কেজরী যে অপরাধ করেননি, তা এখনও প্রমাণ করতে পারেননি তিনি।
আরো পড়ুন: বোন প্রিয়াঙ্কা লড়বেন রাহুলের কেরালার আসনে
অন্যদিকে, কেজরীর আইনজীবী আদালতকে জানান, এই টাকা লেনদেনের কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। যা আছে তা কেবলই কিছু দাবি এবং অভিযোগ যারা নিজেরাই আবগারি মামলায় নানা অভিযোগে অভিযুক্ত তারা ওই দাবি করছেন। আর এও জানা গিয়েছে, তাদের জামিন পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ফলে তাদের দাবি বা অভিযোগ নির্ভরযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তা না হলে ২০২২ সাল থেকে চলা মামলায় তারা এতদিন চুপ করে থাকত না। হঠাৎ ২০২৪ সালে তারা মুখ খুলল কেন?
রউস অ্যাভিনিউ আদালতে বিচারক ন্যায় বিন্দুর এজলাসে এই মামলার শুনানি চলছিল। দুপক্ষের যুক্তি এবং পালটা যুক্তির দীর্ঘ শুনানির পরে বিচারক কিছু ক্ষণের বিরতি নেন। পরে তিনি জানান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে এখনই জামিন দিচ্ছে না আদালত। বরং আরও ১৪ দিন তার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।