প্রচণ্ড গরমে মক্কায় ৫৭৭ হজযাত্রীর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১০:৫৪ এএম
মক্কা
প্রচণ্ড তাপপ্রবাহ ও অসহ্য গরমে সৌদি আরবের মক্কায় এ বছরের হজে মৃত্যু হয়েছে ৫৭৭ জন হজযাত্রীর।
সৌদির সরকারি প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। খবর
মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি ৩২৩ জন মিসর থেকে আসা হজযাত্রী। এর বাইরে মৃতদের তালিকায়- জর্ডান (৬০), আম্মান (৪১), ইন্দোনেশিয়া, ইরান এবং সেনেগালের হজযাত্রীরাও রয়েছেন।
মক্কার বৃহত্তম হাসপাতাল আল মুয়াইসেমের মর্গে সব মৃতদের লাশ রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মৃত হজযাত্রীদের মধ্যে ৫৭৫ জনই মারা গেছেন হিটস্ট্রোক ও গরমজনিত শারীরিক সমস্যায়। বাকি ২ জন মারা গেছেন পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে।
হিটস্ট্রোক, জ্বর ও অন্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মুয়াইসেম হাসপাতালে বর্তমানে ২ হাজারেরও বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উষ্ণ মরু জলবায়ুর দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে গড় তাপামাত্রা থাকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত কয়েক দিন ধরে দেশটির দৈনিক তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।