প্রবল বর্ষণ-বন্যায় ভারতের দুই রাজ্যে নিহত ২৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
বন্যায় গত দু’দিনে তেলেঙ্গানায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে তীব্র মৌসুমি বৃষ্টি ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় গত দু’দিনে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে তেলেঙ্গানায় প্রাণ হারিয়েছেন ১৬ জন এবং অন্ধ্রপ্রদেশে ৯ জন। কয়েক হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাজ্যের দুর্যোগ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তাসংস্থা এএফপি।
তেলেঙ্গানা রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পরিচালক ওয়াই. নাগি রেড্ডি এএফপিকে বলেন, শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তারপর গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৩ হাজর ৮শ’রও বেশি মানুষকে ত্রাণশিবির ও আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
দুই রাজ্যের উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি কাজ করছেন ভারতের বিমান বাহিনীর সদস্যরাও। সোমবার বিমান বাহিনীর এক জেষ্ঠ্য কর্মকর্তা এএফপিকে বলেন, বাহিনীর দুই শতাধিক সদস্য দুই রাজ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দেখভাল করছেন এবং ইতোমধ্যে তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকার জন্য ৩০ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।