×

বিনোদন

যুক্তরাষ্ট্র থেকে শাফিনের মরদেহ আসবে সোমবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৯:০৫ এএম

যুক্তরাষ্ট্র থেকে শাফিনের মরদেহ আসবে সোমবার

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ বাংলাদেশ সময় ২৫ জুলাই ভোর ৬টা ৫০ মিনিটে মারা যান। এরপর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে তার মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। সব ঠিক থাকলে আগামী ২৯ জুলাই (সোমবার) এই ব্যান্ড তারকার মরদেহ দেশে এসে পৌঁছাবে।

এ প্রসঙ্গে প্রয়াত শাফিনের বড় ভাই হামিন আহমেদ গণমাধ্যমকে বলেন, শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ ২৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর ৩০ জুলাই দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে।

দরদি কণ্ঠ আর বেস গিটারের চমৎকারিত্বে তিনি হয়ে উঠেছিলেন দেশের ব্যান্ড সংগীতের অন্যতম আইকন। বাংলা ব্যান্ড সংগীতকে একে একে উপহার দিয়েছেন জাদুকরী ‘বিগ কোরাস সং’। ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন শাফিন আহমেদ। 

উল্লেখ্য, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার বাবা উপমহাদেশের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত এবং মা সংগীতশিল্পী ফিরোজা বেগম। তাদের তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান শাফিন আহমেদ। সংগীত পরিবারে জন্ম বলে ছোটবেলা থেকেই সংগীতের মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। বাবার কাছ থেকে তিনি উচ্চাঙ্গসংগীতে আর মায়ের কাছ থেকে নজরুলসংগীতের তালিম নিয়েছিলেন বলে জানা যায়।

আরো পড়ুন: গুলিতে মারা যাওয়া সেই রিয়াকে নিয়ে যা বললেন ইরেশ

আরো পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ববিতা

ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই তারকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর শুরুর দিকের সদস্য। ৪৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি ‘মাইলস’। তিনি ছিলেন ‘মাইলস’-এর বেস গিটারিস্ট ও প্রধান গায়ক। ব্যান্ডটির বহু জনপ্রিয় গানের গীতিকার ও সুরকারও তিনি।

হামিন, শাফিন, শাহিদুল, কমল ও নিনা মিলে ১৯৭৮ সালে গঠন করেন ব্যান্ড ‘ব্যারাক’। কিন্তু কমল ও নিনা বিদেশে চলে গেলে ভেঙে যায় সেই দল। ১৯৭৯ সালে জনপ্রিয় ব্যান্ড ‘লাইটনিংস’-এর ভোকালিস্ট ও বেস গিটারিস্ট ফরিদ রশিদ একদল তুখোড় মিউজিশিয়ানকে নিয়ে গঠন করেন ব্যান্ড ‘মাইলস’। ফরিদ রশিদ, হ্যাপি আখন্দ, রবিন, কামাল মঈনুদ্দিন, ল্যারি বর্নাবী, ইশতিয়াক, মুসা ছিলেন সেই দলে। ‘মাইলস’ সে সময় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের চ্যাম্বিলি রেস্টুরেন্টে পারফরম করা শুরু করে। এ সময় ‘মাইলস’ তিনটি শো করে। ১৯৭৯ সালেই ‘মাইলস’-এ যোগ দেন হামিন আহমেদ। পরবর্তী সময়ে ‘মাইলস’-এ গায়ক ও রিদম গিটারিস্ট হিসেবে যোগ দেন শাফিন আহমেদ। ‘মাইলস’-এর প্রথম অ্যালবাম ‘মাইলস’ নামে প্রকাশিত হয় ১৯৮১ সালে। পরবর্তী সময়ে ‘আ স্টেপ ফারদার’ (১৯৮২), ‘প্রতিশ্রুতি’ (১৯৯১), ‘প্রত্যাশা’ (১৯৯৩), ‘প্রত্যয়’ (১৯৯৬), ‘প্রয়াস’ (১৯৯৭), ‘প্রবাহ’ (২০০০), ‘প্রতিধ্বনি’ (২০০৬), ‘প্রতিচ্ছবি’ (২০১৫) প্রকাশিত হয়। প্রতিটি অ্যালবামে শাফিন আহমেদের গাওয়া গান আছে।

সংগীতের মানুষ হয়েও রাজনীতির অঙ্গনে অল্প সময়ের জন্য পা দিয়েছিলেন শাফিন আহমেদ। শুরুতে ২০১৭ সালে ববি হাজ্জাজের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএমে যোগ দেন। সে সময় তাকে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত করা হয়। পরের বছর ২০১৮ সালে তিনি এনডিএম ছেড়ে জাতীয় পার্টিতে যুক্ত হন। এরপর ২০১৯ সালে তিনি জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত পেঁয়াজ রপ্তানির শর্ত তুলে নিলে কমল দেশের বাজারে দাম

ভারত পেঁয়াজ রপ্তানির শর্ত তুলে নিলে কমল দেশের বাজারে দাম

মহানবী (স.) বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর আদর্শ রেখে গেছেন

প্রধান উপদেষ্টা মহানবী (স.) বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর আদর্শ রেখে গেছেন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App