এবার কোটা আন্দোলনের পক্ষে কথা বললেন আয়মান সাদিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৩৩ পিএম
আয়মান সাদিক। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিক। এবার তিনি কথা বললেন কোটার পক্ষে। আজ তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে কভার ফটোতে এই ঘোষণা দেন।
তিনি লিখেছেন, কোটা সংস্কার হোক, মেধা হোক সবচেয়ে বড় কোটা।
পোস্টটি করার মাত্র ১ ঘণ্টার মধ্যে এতে লাইক পড়ে প্রায় ৬৭ হাজার, ১০ হাজার কমেন্টেস আর পোস্টটি শেয়ার হয় প্রায় ২১০০ বার।
এদিকে রবিবারের (১৪ জুলাই) কর্মসূচি হিসেবে ক্লাস ধর্মঘটের পাশাপাশি জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সব চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পাঠানো হবে বলে জানিয়েছে কোটা আন্দোলনকারীরা। এ ছাড়া আয়োজন করা হবে গণ পদযাত্রার। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশপাশের সব বিশ্ববিদ্যালয় এ গণ পদযাত্রায় অংশ নেবে।