ব্রেকিং |
ঢাবির রোকেয়া হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দিলেন ছাত্রীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:৪০ এএম
ছবি ভিডিও থেকে নেয়া
কোটা আন্দোলনকে ঘিরে উত্তেজিত সাধারণ ছাত্রীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথাসহ কয়েকজন নেত্রীকে হল থেকে বের করে দিয়েছে হলের ছাত্রীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এসময় তাদের সঙ্গে আরো আটজন নেত্রীকে হল থেকে বের করে দেন ছাত্রীরা।
হল সূত্রে জানা যায়, রাত সাড়ে এগারোটার দিকে রোকেয়া হলের নেত্রীরা হলে ঢুকেন। তখন অবস্থানরত হলের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের বের করে দেয়ার জন্য তাড়া করেন। তখন হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা তাদেরকে (নেত্রীদের) নিরাপদে নিয়ে যান। একপর্যায়ে প্রক্টর হলে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা বাঁধা দেন। রাত ১টার পরে ১০ জনকে হল থেকে নিরাপদে বের করে দেন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ।
হল থেকে বের করে দেয়া দশ ছাত্রলীগ নেত্রীর মধ্যে ছিলেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব,সাজিয়া রহমান, বিপর্ণা রায়, সাইফুন্নেসা ইলমিসহ আরো কয়েকজন।
হলের একাধিক শিক্ষার্থী জানান, এই ঘটনা ঘটে যাওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কাছে একটি লিখিত স্টেটমেন্ট নেন। যেখানে তারা ১৭ জুলাই, ২০২৪ থেকে রোকেয়া হলে কোনো ধরণের রাজনীতি চলবে না মর্মে ম্যামের কাছ থেকে সিলসহ স্বাক্ষর নেন।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন বলেন, এ বিষয়ে পরে জানাচ্ছি। এখন কথা বলার পরিস্থিতিতে নেই।