×

অর্থনীতি

৫০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম

৫০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয়

ছবি: ভোরের কাগজ

উদ্যোমী ও তরুণদের আয়বর্ধন কাজে নিয়োজিত করতে নতুন সরকারের অন্যতম লক্ষ্য হলো দেশব্যাপি উদ্যোক্তা তৈরি করা। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করা। এরই ধারাবাহিকতায় সারা দেশে প্রায় ৫০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে এসব উদ্যোক্তা তৈরি করা হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) একটি প্রকল্প ইতোমধ্যে কাজ শুরু করেছে। টিস্যুকালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন বছরের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ব্যাচে প্রায় ৫০ জনের হাতে-কমলে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ শেষে তাদেরকে বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা দেয়া হয়। 

এর আগে কয়েকটি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তেমনি একজন সাতক্ষীরার নুসরাত নওরীন অর্পা। তিনি প্রশিক্ষণ নেবার পর সারা দেশব্যাপি একটি নেটওয়ার্কের মাধ্যমে ফল ও সবজি বিক্রি করতে পারছেন। সুলভ মূল্যে পণ্য বিক্রি করতে পারার কারণে তিনি বেশ লাভবান হচ্ছেন। সামনের দিনে আরো বিক্রি বাড়িয়ে পরিবারে বেশ সচ্ছলতা আনতে চান তিনি।

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই আমাদের কৃষকের সন্তানেরা কৃষি কাজে থাকছে না। ফলে দেশের সামগ্রিক কৃষি উত্পাদন ব্যবস্থা ঝুকির মধ্যে পড়ে যাচ্ছে। শ্রমিক সংকট তীব্র হচ্ছে। এছাড়া বিপনন জটিলতা তৈরি হচ্ছে। আবার দক্ষতার অভাবে কৃষি লাভজনক করা সম্ভব হচ্ছে না। পেশা হিসেবে কৃষি আবার সম্মানজনক জায়গা পাচ্ছে না। ফলে মানুষের আগ্রহ হারাচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিকে আধুনিক ও সম্মানজনক পেশায় পরিণত করা সম্ভব বলে জানান টিস্যুকালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর।

আরো পড়ুন: বিএনপির মিন্টুর নেতৃত্বে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

তিনি বলেন, আমাদের এই প্রশিক্ষণ অন্য প্রশিক্ষণ থেকে সম্পূর্ণ আলাদা। এখান থেকে প্রশিক্ষণ প্রায় সবার উদ্যোক্তা হিসেবে দাড়িয়ে যাচ্ছেন। কৃষিকে একটি আধুনিক ও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে পারছেন। আমরা কৃষি উদ্যোক্তাদের জন্য ফসলের মাঠে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যার মাধ্যমে স্নো ফ্লেক্স মডেলে আগামী চার বছরে প্রায় ৫০ হাজার দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি হবে।

প্রশিক্ষণ নেয়া উদ্যোক্তারা বলছেন, এ প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা, মূল্য সংযোজন, সাপ্লাই চেইন, মৌসুমি ফসল উত্পাদন কৌশল, রপ্তানী নির্ভর কৃষি উত্পাদন ও বাজার তৈরি, যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা তৈরি ও অনলাইন মার্কেটিং ইত্যাদি বিষয়ে জোর দেয়া হয়। প্রশিক্ষণ ছাড়াও উদ্যোক্তারা দীর্ঘমেয়াদী একটি ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন। ‘কৃষি বায়োস্কোপ’ নামের সে প্লাটফর্মে সদস্য প্রায় সাড়ে ৬ লাখ। মোট ৩৫৫টি ভিডিও ৯ কোটি বারের বেশি দেখা হয়েছে। এসব দেখে উদ্যোক্তারা বাণিজ্যিক কৃষিতে বেশি আগ্রহী হচ্ছেন।

এ বিষয়ে কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও কৃষিতে তরুণদের আগ্রহী করতে তাদেরকে প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে। আগামীর কৃষি হবে তারুণ্য নির্ভর আধুনিক কৃষি। বেকারত্ব দূরিকরণে এবং দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। শস্য বহুমুখীকরণ, অধিক পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল উত্পাদন, ফসলের উত্পাদনশীলতা বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের মুনাফা বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App