মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী ইমন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:১৭ পিএম
শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন
মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪ টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) মুক্তি পেয়েছেন আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। এর দুদিন আগে ছাড়া পান আরেক শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস। এরা সবাই সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত ২৩ সন্ত্রাসীর অন্যতম। কারাবন্দি আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল যে কোন সময় কারাগার থেকে মুক্তি পেতে পারেন।
প্রসঙ্গত, ইমনের নামে মোট ৮টি মামলা ছিলো। এর মধ্যে ৫টি মামলায় আগেই জামিন দেয় আদালত। জজকোর্ট থেকে প্রোডাকশান ওয়ারেন্ট ছিলো ওই ৩টি মামলা থেকে আজ (বৃহস্পতিবার) জামিনে শীর্ষ সন্ত্রাসী ইমনকে মুক্তি দেয় আদালত।