×

সারাদেশ

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:৩৮ পিএম

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩০ জন । বুধবার (২১ আগস্ট) বিকেল থেকে শুরু হয়ে বৃহস্পতিবারও থেমে থেমে চলা সংঘর্ষটি জেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে হয়। 

নিহতরা হলেন- শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০) ও আমির হোসেন (৭০)। 

এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ জানিয়েছেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এসে আমাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাবে। আধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার খবর পেয়েছি, তবে সংখ্যা বাড়তে পারে।

আরো পড়ুন: ভয়াবহ বন্যা, বাঁচার আকুতি ফেনীবাসীর

স্থানীয়রা জানায়, রায়পুরার শ্রীনগর সাইদাবাদ গ্রামে ‘আলীর বাড়ী’ এবং ‘বালিচরবাড়ী’ নামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আলীর বাড়ীর নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচরবাড়ীর নেতৃত্বে সাহেব আলী। গত ছয় মাসে তাদের মধ্যে কয়েকবার হামলা-পাল্টা হামলা হয়েছে এবং স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। গতকাল সংঘর্ষ আবার শুরু হলে চারজন ঘটনাস্থলেই নিহত হন। 

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কাদের কোন গ্রুপের আহত তা নিশ্চিত করা যায়নি। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ নুরুদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, নিহতদের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App