হবিগঞ্জে খোয়াই নদের পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপরে
শফিকুল আলম চৌধুরী, হবিগঞ্জ থেকে
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:৫৫ এএম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত মধ্যরাতে পর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল থেকেই পানি খোয়াই নদীর বিপদসীমা অতিক্রম করতে থাকে।
এদিকে বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের পক্ষে হবিগঞ্জ শহরের মানুষ সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। শহরতলীর জালালাবাদ গ্রামের সন্নিকটে খোয়াই নদীর বাধ ভাঙ্গন দেয়ায় শহর সঙ্কামুক্ত হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুর ১২টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদ সীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১.৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আরো পড়ুন: ঈশ্বরগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুর্ভোগে স্থানীয়রা
তিনি আরো বলেন, তবে বুধবার ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে পানি কমতে শুরু করবে। এখনো পর্যন্ত কোথাও বন্যা বা প্লাবন দেখা দেয়নি।