এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত ১
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পণ্যবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত একজন এবং এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় নিহত ট্রাক হেলপারের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
আরো পড়ুন: অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী দুটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে তাদের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাক দুটির সামনের অংশ। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এরপর ভিতরে আটকে থাকা ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক দুটির চালক ও হেলপারসহ আরো তিনজনকে।