সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম
ছবি : ভোরের কাগজ
দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বসতভিটা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকালে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে ‘সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজ’র ব্যানারে এ সমাবেশ হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলে। এতে হাজারো সনাতন ধর্মালম্বী ছাত্র-জনতা সমবেত হয়েছেন।
এসময় প্রধান সড়কের বড় মসজিদ মোড় থেকে দক্ষিণে আধা কিলোমিটার ও টাউন হলের মোড় থেকে উত্তরে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হলে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়।
এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, বাস্তুভিটা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।