×

রাজধানী

ড্যাপের সংস্কার চান স্থপতিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

ড্যাপের সংস্কার চান স্থপতিরা

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সংবাদ সম্মেলন। ছবি: ভোরের কাগজ

ডিটেইলস এরিয়া প্ল্যান (ড্যাপ) ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে সেটি স্থগিত করে প্রয়োজনীয় সংস্কার চায় বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই)। সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্থপতি ইন্সটিটিউটের বক্তব্য ও প্রত্যাশা’ শীর্ষক প্রেস বিফিংয়ে এ দাবি তুলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। 

তিনি বলেন, বাতিল করতে পারলে ভালো। না হলে ইমিডিয়েট স্থগিত করতে হবে। ড্যাপ আইনে বৈষম্য রয়েছে। যার কারণে কেউ লাভবান হচ্ছে, কেউ পিছিয়ে পড়ছে। এটাকে স্বচ্ছ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য যা যা করার করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাস্থই সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি খান মো. মাহফুজুল হক জগলুল, সম্পাদক (পেশা) স্থপতি মো. নাজমুল হক বুলবুল, সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাবরিনা আফতাব, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) স্থপতি সুজাউল ইসলাম খান ও ড্যাপ কমিটি সদস্য স্থপতি আমিনুল ইসলাম ইমন।

আরো পড়ুন: কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

স্থপতি ইন্সটিটিউটের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক সুবিধা ব্যবহারে বৈষম্য দূর করা ও ন্যায্যতা নিশ্চিত করা, দেশের আবাসন সমস্যা দূর করতে কার্যকর সমাধান, প্রশাসন বিকেন্দ্রীকরণ, দুর্নীতি, হয়রানি এবং অবৈধ দখলদারিত্ব দূর করা, নগরায়নের সঙ্গে প্রশাসনের সমন্বয় ও দক্ষতা বাড়াতে সংস্কার, তরুণ স্থপতিদের কর্মসংস্থান বাড়ানো, নগর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে পেশাজীবী এবং বিশিষ্টজনদের অন্তর্ভুক্তি, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে নীতিমালা তৈরিসহ বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন অধ্যাপক নকী। সেখানে বলা হয়, ঢাকার জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-৩৫) বা ড্যাপ প্রণয়নের প্রক্রিয়াগত দুর্বলতা ও অসম্পূর্ণতা বিবেচনা করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মনে করছে, এই পরিকল্পনা অবিলম্বে স্থগিত করে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুসরণ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সংক্রান্ত বিষয় সংশোধন করে নতুন ইমারত নির্মাণ বিধিমালা প্রণয়নে পদক্ষেপ নিতে বলা হয়।

স্থপতি ইন্সটিটিউট বলছে, ড্যাপ প্রণয়নের আগে ঢাকা স্ট্রাকচার প্ল্যান ২০১৬ সালে প্রণয়ন করলেও তা গেজেটভুক্ত না করে ‘আইনি ব্যত্যয় ঘটিয়ে’ দীর্ঘ সময়ক্ষেপণের পর ২০২২ সালে ড্যাপ গেজেটভুক্ত করা হয়।

আরো পড়ুন: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যে বার্তা দিলেন আইজিপি

ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, রাজউক বলছে ঢাকায় এত লোক থাকা যাবে না। কারণ এতজনের নাগরিক সুবিধা নাই। তবে নাগরিক সুবিধা নিশ্চিত করে ভবনের উচ্চতা বাড়ানোর সুযোগ দেয়া যেত। সেটা যদি কমিয়ে রাখা হয়, এটার দোষ নাগরিকদের নয়; বরং যারা শহর পরিচালনা করে, তাদের এটা নিশ্চিত করা উচিত ছিল এখানে গ্যাস দরকার, বড় রাস্তা দরকার। নগরায়নের জন্য এখানে যে দিক নির্দেশনা পাওয়ার কথা ছিল, ড্যাপ থেকে এই ব্যাপারে নাই। পরিকল্পিত নগরায়নের গাইডলাইন দিতে হবে রাষ্ট্রকে, রাজউক বা যারা আছে। আমি শুধু ঢাকার কথা বলছি না, সব শহর নিয়ে পরিকল্পনা করতে হবে।

সাব্বির আহমেদ আরো বলেন, এই চিন্তা ভাবনা করা, রিসার্চ করার দায়িত্ব রাজউকের। রাজউক প্লট বাণিজ্য বন্ধ করুক। প্লট বাণিজ্যে মনোনিবেশ করে রাষ্ট্রের জন্য যে কাজগুলো করা দরকার ছিল, সে ক্যাপাসিটি তারা হারিয়েছে। রাজউককে আমরা মনে করি ঢেলে সাজানো উচিত। রাজউকের নিচু স্তরগুলোতে আরো বিপদজনক অনিয়ম ও দুর্নীতি চলছে। রাজউজকের চেয়ারম্যানের যে ক্ষমতা ও দায়িত্ব রয়েছে তার উপর একটি গভর্নিং কাউন্সিল থাকা উচিত বলে মত দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেল উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রেল উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ে নিয়ে যে বক্তব্য দিলো কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ে নিয়ে যে বক্তব্য দিলো কর্তৃপক্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App