×

রাজধানী

তথ্য আপা প্রকল্পের নারীরা এবার সচিবালয়ের সামনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম

তথ্য আপা প্রকল্পের নারীরা এবার সচিবালয়ের সামনে

ছবি: সংগৃহীত

সরকারের ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা এবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

এসময় তার স্লোগান দেন- ‘নারী পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখা’, ‘এক দফ এক দাবি কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’।

মৌলভীবাজারের তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী বলেন, আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্ব খাতে যায়। গতকাল প্রধান উপদেষ্টার বাসার সামনে আমরা অবস্থান নিয়েছিলাম। সেখানে আমাদের বলা হয়েছে- ‘তারা কিছুটা সময় নিচ্ছেন। আমাদের জানানো হবে।’ আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছি।

 জানতে চাইলে পাবনার ঈশ্বরদী থেকে আসা এক তথ্য আপা বলেন, ‘নতুন সরকার আসার পর আমাদের এই প্রকল্প অনিশ্চয়তায় পড়েছে। আর আমরা যদি বেকার হয়ে যাই, তাহলে আমাদের পরিবারগুলোও বিপদে পড়ে যাবে। অথচ এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়ানো হবে কিনা; তা বলা হচ্ছে না।’

 রবিবার ভোর ৫টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করে আসছেন সাঈদ আখতার নামের এক নারী। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

 আরো পড়ুন: পাওয়া গেল রাস্তায় পরিত্যক্ত ল্যান্ড ক্রুজার গাড়ির মালিকের পরিচয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার একটি প্রকল্প তথ্য আপা। এ প্রকল্পের মোট জনবল ২ হাজার ৪৮৪ জন। প্রধান কার্যালয়ে ২৪ জন এবং ৪৯২টি তথ্যকেন্দ্রে ২ হাজার ৪৬০ জন কাজ করছেন।  এ প্রকল্পের মেয়াদ ছিল ২০১৭ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App