×

খেলা

মালয়েশিয়ার কাছে পাত্তা পেল না জামালরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৯:৩৩ পিএম

মালয়েশিয়ার কাছে পাত্তা পেল না জামালরা

মালয়েশিয়ার বিপদ সীমানায় বল নিয়ে ছুটছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

মালয়েশিয়ার কাছে পাত্তা পেল না জামালরা

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের একটি মুহূর্ত

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যাচে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার (১৪ জুন) এই ম্যাচের জয় তাদের তুলে নিয়েছে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।

স্বাগতিক মালয়েশিয়া প্রাধান্য বিস্তার করলেও বাংলাদেশ লড়াই করার চেষ্টা করেছে। ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ছিল ২-১। কিন্তু বিরতির পর আর কুলিয়ে ওঠতে পারেনি জামাল ভূঁইয়ারা। এবার এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেললো তার মধ্যে সবচেয়ে বাজে হলো মালয়েশিয়ার বিপক্ষে এই শেষ ম্যাচ।

[caption id="attachment_354309" align="aligncenter" width="642"] বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের একটি মুহূর্ত[/caption]

আগের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ, ভয়-ডরহীন এক ম্যাচ খেলে বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু মালয়েশিয়ার বিপক্ষে শেষ মাচে? এই ম্যাচে বাংলাদেশ যেন খেলাই ভুলে গিয়েছিল। ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। ১০ মিনিটের মধ্যেই নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে তারা। গোলরক্ষক আনিসুর রহমান জিকো একটি নিশ্চিত গোল সেভ করেন আরেকটি বল ক্রসবারে লাগে। ১৬ মিনিটে রেফারির এক সিদ্ধান্ত বাংলাদেশকে পেছনে ঠেলে দেয়। ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বক্সের মধ্যে বল ক্লিয়ার করেন। রেফারি সেটিকে ফাউল ভেবে পেনাল্টির নির্দেশ দেন। মালয়েশিয়ার সাফাই রসিদ পেনাল্টি থেকে গোল করেন। জিকো বলের দিকেই ডাইভ দিয়েছিলেন। তার হাত ছুঁয়ে বল জালে জড়ায়। পিছিয়ে পড়লেও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করেছে বেশ। ৩১ মিনিটে ম্যাচে সমতাও ফেরায়। গোলের অ্যাকশন আগের ম্যাচের মতোই। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো রাকিবের ব্যাক হেড এবং ইব্রাহিমের হেডে বল জালে। এই গোলে বুকিত জলিলের মালয়েশিয়ান অর্ধ লক্ষাধিক দর্শক স্তব্ধ। হাজার জনেক বাংলাদেশ দর্শকদের উল্লাস।

এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পর ডিয়ন কুলস আবার স্বাগতিকদের লিড এনে দেন। ডিলনের নেয়া দূর থেকে শট জিকোর হাতের নিচ দিয়ে যায়। জিকো একটু পরে ডাইভ দিয়েছেন। এই গোলে জিকোর কিছুটা দায় থাকলেও প্রথমার্ধে বাংলাদেশ যে ম্যাচে টিকে আছে এর পুরো কৃতিত্ব জিকোর। তার দুর্দান্ত কয়েকটি সেভে বাংলাদেশ নিশ্চিত গোল থেকে রক্ষা পেয়েছে। অথচ প্রথমার্ধে গোল হজম করার পর সমতাও এনেছিল দারুণ হেডের গোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App