নগদে প্রশাসক নিয়োগ, যে আশঙ্কার কথা জানালেন তানভীর মিশুক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:২১ এএম
নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। গ্রাফিক্স: ভোরের কাগজ
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ নিয়োগ দেয়া হয়েছে। নগদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বুধবার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
নগদে প্রশাসক নিয়োগের কিছুক্ষণ পরেই ‘প্রশাসক নিয়োগের বিষয়ে নগদের বিবৃতি’ শিরোনামে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। এর কিছু পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসক নিয়োগ নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন।
একটি শক্তিশালী মহলের ক্রমাগত ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও “নগদ” নিয়ে এগিয়ে যাওয়ার সংগ্রাম, পাঁচ বছরেরও বেশি সময়। উদ্দেশ্য...
Posted by Tanvir A. Mishuk on Wednesday, August 21, 2024
নগদ কম খরচে জনগণকে সেবা দেয়ার ফলে মনোপলি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। জনগণকে চুষে খাওয়ার দিন শেষ হয়ে যায়। এর ফলে নগদ নিয়ে নানান ষড়যন্ত্র হয়। এখন প্রশাসক নিয়োগের বিষয়টি ইতিবাচক বা নেতিবাচক হতে পারে বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন তানভীর এ মিশুক।
‘প্রশাসক নিয়োগের বিষয়ে নগদের বিবৃতি’ শিরোনামে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নগদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে যে অপপ্রচার চলছিল এর মাধ্যমে তার অবসান হবে বলে আমরা বিশ্বাস করি।
গত কয়েক দিন অপপ্রচারের এ সকল বিষয় নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছিলাম। অবশেষে তারা প্রশাসক নিয়োগের মতো একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। দেশের ক্যাশলেস যাত্রায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আমরা মনে করি।
এর আগে কয়েকটি ব্যাংকসহ দেশের আর্থিক খাতের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এবং শীর্ষ মোবাইল অপারেটরেও সরকার প্রশাসক নিয়োগ করেছিল। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে একটা গোষ্ঠী নগদ নিয়ে যেভাবে চক্রে মেতে উঠেছিল তা বন্ধ হবে। নগদ বিশ্বাস করে গত পাঁচ বছরের গ্রাহক সেবায় নগদ যেভাবে শীর্ষে ছিল সেভাবেই শীর্ষেই থাকবে।
এদিকে ফেসবুক স্ট্যাটাসে নগদের সিইও লিখেছেন, একটি শক্তিশালী মহলের ক্রমাগত ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও “নগদ” নিয়ে এগিয়ে যাওয়ার সংগ্রাম, পাঁচ বছরেরও বেশি সময়। উদ্দেশ্য একটাই ছিল, দেশের আর্থিক খাতে বিপ্লব নিয়ে আসা এবং খেটে খাওয়া মানুষের জন্য কম খরচে আর্থিক সেবা নিশ্চিত করা।
আর সেই লক্ষ্যেই আমরা একাউন্ট খোলার বিষয়টিকে সবার জন্য সহজ এবং শতভাগ নিরাপদ করেছি। স্বচ্ছভাবে সেবা দিয়ে নগদ এখন ৯ কোটি গ্রাহকের পরিবার। বর্তমানে নগদের দৈনিক লেনদেন প্রায় ১ হাজার কোটি টাকা। আমাদের বিশ্বাস, সরকারী প্রশাসক নিয়োগের পর আগামী একবছরে তা দিগুণ হবে। কারণ, এখন আর কেউ ষড়যন্ত্র ও অপপ্রচার করার সাহস পাবে না।
একথা বলার কারণ হচ্ছে, মোবাইল ব্যাংকিং খাতের একটি গোষ্ঠী নগদের বিরুদ্ধে ক্রমাগত অপবাদ আর মিথ্যাচার করে যাচ্ছে। নগদের একটাই অপরাধ, কম খরচে জনগণকে সেবা দেয় এবং এতে তাদের মনোপলি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, জনগণকে চুষে খাওয়ার দিন শেষ হয়ে যায়।
তানভীর আরো লিখেছেন, সাম্প্রতিক সময়ে এসকল ষড়যন্ত্র নিয়ে আমরা নগদ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছিলাম। অবশেষে বাংলাদেশ ব্যাংক “প্রশাসক নিয়োগ” করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা একে স্বাগত জানাই। তবে এই সিদ্ধান্ত ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে তা নির্ভর করছে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের শক্ত ভূমিকার উপর। তারা ওই মাফিয়া চক্রকে ভেদ করে নগদকে কতটুকু নিরাপদ রাখতে পারেন, এর উপর।
তিনি বলেন, নগদ পরিবারের বিশ্বাস, তারা এতে সফল হবেন। কারণ কেউই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের চেয়ে বড় হয়ে যায়, তা শুধু ধ্বংসই ডেকে আনে। জনগণও ক্ষতিগ্রস্ত হবেন, যারা এখন কম খরচে নগদের সেবা পাচ্ছেন। আগেও বিভিন্ন ব্যাংকসহ দেশের আর্থিক খাতের বড় প্রতিষ্ঠান এবং শীর্ষ মোবাইল অপারেটরেও সরকার প্রশাসক নিয়োগ করেছিল- যা প্রতিষ্ঠানগুলোর জন্য পরবর্তীতে ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে শুধু আমি নই, পুরো নগদ পরিবার স্বাগত জানাচ্ছি। প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত আমাদের স্বচ্ছতা এবং দেশের জন্য নিষ্ঠা প্রমাণ করবে। আমরা আরও বিশ্বাস করি, এই সিদ্ধান্ত নগদের প্রতি দেশের মানুষের আস্থা আরও মজবুত করবে। দেখা হবে বিজয়ে!
এর আগে গত রবিবার (১৮ আগস্ট) রাতে দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেন তানভীর এ মিশুক। এ সময় তিনি বলেন, নগদ গত পাঁচ বছরে কয়েক শত কোটি টাকার বিনিয়োগ এনেছে। নগদের ডিজিটাল ব্যাংকের সেবা শুরু হওয়ার আগেই সেখানে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে বলেও জানিয়েছেন তিনি।
তানভীর এ মিশুক বলেন, বিশ্বখ্যাত বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদ মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। এমন প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করেছে যাদের ফেসবুকেও (মেটা) বিনিয়োগ আছে। তা ছাড়া ভারতের পেটিএমের একটি সিস্টার কানসার্নসহ বিশ্বের নামকরা কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।
তানভীর অভিযোগ করেন, নগদ সব সময়ই অপপ্রচারের শিকার হয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর নগদকে নিয়ে অপপ্রচারের মাত্রা আরো বাড়ছে।
তানভীর দাবি করেন, নগদ যা ই-মানি ব্যবহার করে, তার চেয়ে বেশি অর্থ ব্যাংকে রাখা আছে। এ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকে নগদ লিমিটেডের একটি টাকাও ঋণ নেই।
তানভীর এ মিশুক বলেন, আমরা সরকারের একটি প্রতিষ্ঠান ডাক বিভাগের সঙ্গে চুক্তি করে কাজ করছি। ফলে সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় আমাদের। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করছি, ভবিষ্যৎ সরকারের সঙ্গেও করব। আমাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই; তবে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাব।