সীতাকুণ্ডে বিস্ফোরণ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

আগের সংবাদ

কেন এত ভবন বিস্ফোরণ? : সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাব, সামর্থ্যরে ঘাটতি আছে রাজউকের

পরের সংবাদ

এনসিসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভুক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৩ পালন করেছে এনসিসি ব্যাংক। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখায় আর্থিক সাক্ষরতা কর্ণার স্থ’াপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আর্থিক সাক্ষরতা সহজপাঠ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আর্থিক সাক্ষরতা কর্ণারের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও এম শামসুল আরেফীন, উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, মো. মাহবুব আলম, এম আশেক রহমান ও মো. জাকির আনাম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়