টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় : খ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাস ৯.৮৭ শতাংশ

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। মোট পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এতে দেখা যায়, এ বছর ‘খ’ ইউনিটে মোট ৫৮ হাজার ৫৭৩ জন ভর্তিচ্ছুর আবেদন জমা পড়ে। এ হিসেবে আসনপ্রতি প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৯৭২ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২২ জন। অকৃতকার্য শিক্ষার্থীর হার ৯০ দশমিক ১৩ শতাংশ। এর আগে গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন ৭ হাজার ১২ জন। পাসের হার ছিল ১৬ দশমিক ৮৯ শতাংশ। এছাড়াও গত বছরের তুলনায় এ বছর ‘খ’ ইউনিটে আসন সংখ্যা কমেছে ৫৯০টি। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরপ্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছুর সংখ্যা ছিল ২০ জন, যা এ বছর বেড়ে ৩৩ জন হয়। গত বছরের তুলনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও এ বছর পাসের হার ৭ দশমিক ০২ শতাংশ কমে দাঁড়ায় ৯ দশমিক ৮৭ শতাংশে।
এ বছর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ৯৬ দশমিক ৫ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান পেয়েছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহনুল কবির নুয়েল। ৯৬ দশমিক ২৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া তাসনিম এবং একই নম্বর ৯৬ দশমিক ২৫ পেয়ে মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী সাবরিন আক্তার কেয়া মেধাতালিকার তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রসঙ্গত, ৪ জুলাই ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়