নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন-
শিক্ষক : এই বলতো দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
ছাত্র : খুবই সহজ উত্তর, স্যার।
শিক্ষক : তাড়াতাড়ি বল।
ছাত্র : মাটিতে, স্যার!
শিক্ষক : অ্যাঁ!

২.
ক্লাসে শিক্ষক তার ছাত্রদের ইংরেজি পড়াচ্ছেন, হঠাৎ এক ছাত্র জিজ্ঞেস করল-
ছাত্র : আচ্ছা স্যার, ‘নাটুরে’ মানে কী?
শিক্ষক : আচ্ছা, তোর ‘নাটুরে’র বানানটা কী হবে বল তো?
ছাত্র : স্যার ‘ঘঅঞটজঊ’।
শিক্ষক : ওরে গাধা, ওটা নাটুরে না। ওটা হবে ‘ন্যাচার’ মানে প্রকৃতি। বের হয়ে যা আমার ক্লাস থেকে, আজই তোকে টিসি দিয়ে দেব।
ছাত্র : স্যার, প্লিজ প্লিজ এমন করবেন না। তাহলে আমার ‘ফুটুরে’ (ঋটঞটজঊ) নষ্ট হয়ে যাবে।

৩.
প্রথম বন্ধু : কি রে, গত পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেলি, এবার ফেল, ব্যাপারটা কী বল তো?
দ্বিতীয় বন্ধু : আর বলিস না দোস্ত, ইংরেজি পরীক্ষার দিন ভুলে পকেটে করে বিজ্ঞান বই নিয়ে গিয়েছিলাম।

৪.
পরীক্ষার পর বন্ধুদের কথা হচ্ছে-
১ম বন্ধু : কিরে, পরীক্ষা কেমন হয়েছে?
২য় বন্ধু : কোনো প্রশ্নই কমন পড়েনি। তাই সাদা খাতা জমা দিয়ে এসেছি।
১ম বন্ধু : সর্বনাশ করেছিস। আমিও তো সাদা খাতা জমা দিয়েছি। স্যার মনে করবে, আমি তোরটা নকল করেছি।
# সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়