নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

উঁকি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এইটা আমার বিশ নম্বর উঁকি। দেবো না দেবো না করেও প্রায় উনিশটি উঁকি মেরে দিয়েছি বেহায়ার মতো। আজ তুমি আসোনি কেন ঝুল-বারান্দায়? অর্কিড টবে পানি দেয়ার প্রয়োজন ছিল না বুঝি? আর সেই যে তোমার কাঠবিড়ালিটা, সারাক্ষণ কিচির মিচিরে যে রাখে জাগিয়ে পিঞ্জিরার চারটি দেয়াল! তার নাশপাতি খেতে মানা? নাকি অনশন! তবে তুমি এলে না কেন বারান্দায়?
তোমার ফিনফিনে জামদানি শাড়ির শাসন উপেক্ষা করে দেখা হয়নি মসৃণ পেটের কিয়দাংশ। বিশ্বাস করো, আমি নেহায়েত ভালো মানুষ। শুধু একটি পলক তোমাকে সামনে পেলেই যতসব উলটপালট।
সেই কবে থেকে পড়ে আছি দুদুল্যমান রকিং চেয়ারটায়। এইটা আমার বিশ নম্বর উঁকি। দেবো না দেবো না করেও প্রায় উনিশটি উঁকি মেরে দিয়েছি বেহায়ার মতো। হয়তো তুমি ভাবো বোকা-সোকা ছেলেটা কেন তাকিয়ে থাকে তোমার দিকে অপলক!
তুমি তো জানো না মেয়ে, পিঠ খোলা ব্লাউজের বাঁধ ডিঙিয়ে একটি পলক লোমশ শরীর তোমার দেখতে না পেলে আমার গিটারের তার কোনো সুর খুঁজে পায় না।
:: হারুয়া, কিশোরগঞ্জ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়