দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি : ১ম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির একাডেমিক কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ইভালুয়েশন ডিপার্টমেন্ট আয়োজিত প্রথম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন (অব.) এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অব.) উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কোভিড স্বাস্থ্যবিধি বজায় রেখে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে ২৪ জন শিক্ষক-কর্মকর্তা অংশ নেন। গত ৯ ডিসেম্বর থেকে ৬ সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রথম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সটি শুরু হয়। সার্টিফিকেট বিতরণের পর প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, মুক্তিযুদ্ধ কর্নার ও বিশেষায়িত ল্যাবসমূহ পরিদর্শন করেন। এছাড়াও কমন রুম ও লাইব্রেরিতে বই, ছবি ও দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়