সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আগের সংবাদ

অর্থপাচার বাড়ছে যে কারণে

পরের সংবাদ

মেঘের খামে পাখির নামে

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কি মায়াবী লাবণ্যে আজ পাখির দু’চোখ ভরা?
দুপুরমনি ফুল বাগানে-
সেই সোনালি পাখির গানে
মাতিয়ে ছিল দুপুর যেন নিসর্গের অপ্সরা।

ও পাখি তুই কোথায় পেলি এমন মোহন সুর?
সুরলহরি নেয় ভাসিয়ে- হৃদয় সমুদ্দুর।
দূর নীলিমা মুগ্ধ হয়ে মেঘ করে দেয় বৃষ্টি
সুরের পাখি দিচ্ছে দোলা কী মায়াময় সৃষ্টি?

ও পাখি তুই বন্ধু আমার হ’না
তোকে দেব অরূপ চাঁদের কণা
ও পাখি তুই বন্ধু আমার হলে
পড়িয়ে দেব ফুলের মালা গলে
ও পাখি তুই বন্ধু যদি হতি-
তোকে দিতাম চপল প্রজাপতি
তোকে দিতাম লালফড়িংয়ের ছানা
জোনাক জে¦লে দিতাম রাতের খানা।

কিশোর আমি এই বাসনা ও পাখি তুই নে রে
মেঘের খামে পাখির নামে পত্র দিলাম ছেড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়