সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আগের সংবাদ

অর্থপাচার বাড়ছে যে কারণে

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্লাস ওয়ানের পিন্টুকে স্যার জিজ্ঞেস করল- বলতো পিন্টু, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
পিন্টু : হাতি স্যার!
শিক্ষক : কেন?
পিন্টু : দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে।

২.
একদিন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন- বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?
ছাত্র মাথা চুলকে বলল- স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!

৩.
শিক্ষক- বলতো এভারেস্ট কোথায়?
ছাত্র- জানি না, স্যার।
শিক্ষক- এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সব জানতে পারবে!
ছাত্র- কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে এভারেস্ট দেখা যাবে?

৪.
শিক্ষক- বলো তো, কোনটি সবচেয়ে দরকারি জিনিস, সূর্য না চাঁদ?
ছাত্র- চাঁদ, স্যার।
শিক্ষক- কীভাবে?
ছাত্র- সূর্য আমাদের দিনের বেলা আলো দেয়। তখন তো আমাদের আলোর দরকার নেই। আর যখন চারদিক অন্ধকার থাকে তখন চাঁদ আমাদের রাতে আলো দেয়।

৫.
শিক্ষক- শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন।
ছাত্র- কেন স্যার, এর আগে কি ঘোড়ারা ডাকতে পারত না?

সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়