ঢাকা জেলার সোয়া ৫ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে আজ

আগের সংবাদ

রেললাইনে ভয়াবহ নাশকতা : গাজীপুরে ইঞ্জিনসহ ৭ বগি লণ্ডভণ্ড > নিহত ১, আহত অর্ধশতাধিক > তিন তদন্ত কমিটি গঠন

পরের সংবাদ

আহা আমার বাংলাদেশ!

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আহারে আমার দেশ
আহারে আমার মাটি
স্মৃতির মিনারে যাই
শহিদ মিনারে হাঁটি।
হাঁটতে হাঁটতে থামি,
দেখছি দূরের বিল
সূর্য ছড়ায় আলো
পানি করে ঝিলমিল।
আহারে মুক্তিসেনা
লুঙ্গি-গেঞ্জি পরা
ছিল না তো পিছুটান
দু’হাতে অস্ত্র ধরা।
আহারে শীতের ভোর
ঝরছে শিশির টুপ
চিতই ভেজানো রসে
আহা বাংলার রূপ!
আহারে বাউল গান
মন্দিরা-একতারা
দেশটা ছন্দে বাজে
গানে গানে মাতোয়ারা।
আহারে কৃষ্ণচূড়া
শিমুল-পলাশ ফুল,
সূর্যমুখীর ঘ্রাণ
মধুমতি কুলুকুল।
আহারে ধানের ক্ষেত
কাকতাড়–য়ার ভয়,
উদ্ধত তর্জনী
জয় বাংলার জয়।
এত সুন্দর দেশ
এত সুন্দর জাতি,
যে দেশে মুক্তিসেনা
জ¦ালিয়েছে সাঁঝবাতি।
আহা সে দেশের নাম
ভালোবেসে নিই মুখে
সবুজের বুকে লাল
পতাকাটা ওড়ে সুখে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়