শিক্ষার্থী নির্যাতন : উইলস লিটল স্কুলের অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে সমন জারি

আগের সংবাদ

অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আ.লীগ

পরের সংবাদ

মা এসেছে

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মা এসেছে তাই হেসেছে
চন্দ্র, সূর্য, তারা
পৃথিবীতে নৃত্য-গীতে
বইছে খুশির ধারা।

বাজলো বাঁশি, ঘণ্টা, কাঁসি,
‘ঢ্যাম কুড়া কুড়’ ঢাকে-
ঢোলের তালে সাঁঝ-সকালে
দূরকে কাছে ডাকে।

ফুলের বনে মনে মনে
শিউলি-জবা হাসে,
নদীর তীরে বাতাস ধীরে
পরশ বুলায় কাশে।

রঙিন আলো রাতের কালো
সরিয়ে দেয় দূরে,
কলরোলে পরান দোলে
বোধন-বাঁশির সুরে।

মণ্ডপে ভিড় সবাই অধীর
দেখছি মায়ের হাসি,
পুজোর থালায় বরণডালায়
অর্ঘ্য রাশি রাশি।

মায়ের শোভা মনোলোভা
কী যে ভালো লাগে!
স্বর্গীয় সুখ দেয় ভরে বুক
গভীর অনুরাগে।

মা এলো তাই আনন্দে ভাই
উঠছি সবাই মেতে,
মন ক’রে জয়- তার বরাভয়
নেব দু’হাত পেতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়