কংগ্রেসম্যানদের চিঠিকে ‘গুরুত্ব দিচ্ছে না’ সরকার

আগের সংবাদ

ছিটমহল বিনিময়ের অষ্টম বর্ষপূর্তি : দাশিয়ারছড়ার উন্নয়ন অব্যাহত থাকুক

পরের সংবাদ

বাড়ি

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দাঁড়িয়ে আছে আটখানা ঘর, জানলা-কপাট বন্ধ
কেমন যেন থমথমে ভাব গুমোট গুমোট গন্ধ।
জং লেগেছে কব্জাগুলোয়, ঘুণ ধরেছে কাঠে
সের দরেও বিকোবে না ঘুণধরা কাঠ হাটে।

হাটের পাশেই সেই বাড়িটা গঞ্জেরও খুব কাছে
ষাট হবে প্রায় বাড়ির বয়স সাল ফলকে আছে।
বন্ধ কেন সকল কপাট? থাকে না কেউ ঘরে?
ঠিক ধরেছ, থাকলে কি আর ঘর নড়োবড় করে?

ঘর নড়োবড় ঘরে থাকে মাকড়সা আর ধুলো
জ¦লে না হায় সকাল-সাঁঝে রান্নাঘরের চুলো!
হাঁড়ি-পাতিল সব সাজানো, হাত পড়ে না কারো
কেন এমন, কারণটা কী, বলতে তুমি পারো?

চৌধুরীদের বাড়ি এটা, চিনতো সবাই আগে
শিক্ষিত আর বনেদিও, শ্রদ্ধা মনে জাগে।
বড় ছেলে অস্ট্রেলিয়া, মেজো সিঙ্গাপুরে
হাওয়াই জাহাজ চড়ে ওরা দেশ-বিদেশে ঘুরে।

সেজো-র বসবাস কানাডায়, সবার ছোট ঘানা
বাইরে থাকে আর বাকিরাও, কার না সেটা জানা!
বানিয়েছিলেন সখ করে এই বাড়ি তাদের বাবা
বলেছিল গ্রামের মানুষ- মারহাবা মারহাবা।

সেই বাড়িটা পুরোই খাঁ খাঁ, মনুষ্যজনহারা
দেশের মাটি সবচে খাঁটি- ভুলেছে আজ তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়