শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন : ক্যারিয়ার গড়তে মেধাবীদের বিদেশমুখিতা কমেছে

আগের সংবাদ

সমাবেশ পেছাল দুদলই : ঢাকায় নিরাপত্তার চাদর, পছন্দের ভেন্যু পায়নি কেউই, আসতে পারে নিষেধাজ্ঞা

পরের সংবাদ

নাম কি জানো

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাহাড় থেকে নেমে এলো পাহাড়ি এক মেয়ে
ঝর্ণা-জলে নেয়ে,
যাচ্ছিল সে এঁকেবেঁকে, দেখছি আমি চেয়ে।

তার গায়েতে রুপোর ঝলক পায়ে রুপোর মলও,
অঙ্গ ঢলো ঢলো।
চোখে কাজল মেঘের মতো ভীষণ মায়াভরা,
তৃষ্ণা জাগে তৃষ্ণা জাগে বক্ষে দারুণ খরা।
আর বলি না মেয়ের কথা, কী লাভ কথা বলে,
চপল মেয়ে থাকবে কেন যাবার সময় হলে?

সে যায় তারই কাজে,
দুপুর বেলায় নূপুর তারই
রিনিকঝিনিক বাজে।

সেই মেয়েটার নাম কি জানো, বলবো আমি নাকি?
আমরা তাকে আদর করে গোমতী নামে ডাকি।
দেখলে তাকে কাছে থেকে ভুলতে পারে কেউ,
আমার বুকে সারাক্ষণই গোমতী নদীর ঢেউ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়