আইপিএলের ফাইনাল : বৃষ্টিবিঘিœত ম্যাচে নতুন লক্ষ্য পেল চেন্নাই

আগের সংবাদ

‘ভোটার সন্তুষ্টি’র বাজেট আজ : আইএমএফের শর্তে বাড়ছে কর রাজস্ব > মোট ব্যয় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা

পরের সংবাদ

জ্ঞানের বোমা

প্রকাশিত: মে ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আকরাম আলী ছাত্র ভয়াল! বিদ্যা-বিধি বাম
ইশকুলে তার বরাবরই সবার শেষে নাম
বাইরে সে খুব কিলঘুষি বা জোর-জ্যাঠামির শেঠ
ক্লাসের পড়ায় সগৌরবে গোবর মাথা হেট।

সেদিন ক্লাসে এলেন টিচার পড়াতে বিজ্ঞান
‘টেকনোলজি’র মানে টা কী; কী বা অবদান
গভীর জ্ঞানের যুক্তি দিয়ে বলেন মহাশয়-
এই দুনিয়া টেক-দুনিয়া, টেকনোলজির জয়
দূরকে কাছে টেনে আনাই মূলত এর কাজ
যার হাতে তা আছে, জেনো তিনি মহারাজ!
একেক যুগে একেক জিনিস টেকনোলজির মা
সেই মা যাদের ঘরে, তারাই বিশ্বনিয়ন্তা
তারাই হানে সিংহধমক এবং দেখায় ভয়
সকালটাকে সন্ধ্যে করে, নয়কে করে ছয়!
টেকনোলজি; এ শব্দটির অর্থ ‘প্রযুক্তি’
উদ্ভাবনের নেশায় পেশায় বিশ্বমানের ধী!

টিচার এবার আকরাম আলীর দিকে করে’ তাক
বলেন- ওরে গবেট তোকেই প্রশ্ন করা যাক
বল তো কোন সেরা ‘মাদার টেকনোলজি’র নাম;
কোন দেশে তা আছে? কী রে পারবি নে আকরাম?
টেকনোলজির শ্রেষ্ঠ বাজার কোথায় জানিস তুই?
প্রশ্ন শুনে আজ বুঝি ওর বিঁধলো গায়ে সুঁই!
আকরাম আলী নড়েচড়ে আনলো মনে জোর
ভাবলো, মাথা হেট না করে দেবে সে উত্তর।

তেলা মাথা চুলকিয়ে সে স্যারের দিকে চায়
এই বুঝি নিজ জ্ঞানের এটম বোমাটি ফাটায়!
বুক ফুলিয়ে বললো- শুনুন, নয় যে অসম্ভব
এই দেশেতেই পাওয়া যাবে টেকনোলজির সব
খুঁজে দেখুন; আমার কথায় নেই তো ভোল ও ভেক
টেকনোলজির মা হয়ে তো আছেই মাদারটেক
শ্রেষ্ঠ বাজার খুঁজে কি স্যার খাবেন কেবল নাট?
টেক দুনিয়ার শ্রেষ্ঠ বাজার কাছেই টেকেরহাট!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়