ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জি এম কাদেরের সৌজন্য সাক্ষাৎ

আগের সংবাদ

যে কারণে বেঁকে যাচ্ছে রেললাইন

পরের সংবাদ

চিরবসন্তে মৌসুমী

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গত ২৬ এপ্রিল ছিল অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের ৭৪তম জন্মদিন। একটা সময় মৌসুমীর অভিনয় দেখার জন্য সবাই অপেক্ষায় থাকত। সিনেমার পর্দায় তার হাসিখুশি মুখের উপস্থিতি মুগ্ধ করত দর্শককে। কিন্তু দীর্ঘদিন ধরেই সিনেমার পর্দায় দেখা যায় না মৌসুমীকে। তাই স্বাভাবিকভাবেই জন্মদিনে অভিনেত্রীকে মিস করছেন ভক্তরা। টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। একটা সময়ে বলিউডে ছিল অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার আধিপত্য। অমিতাভ-রাজেশের দাপটের জেরে বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। কর্মজগতের প্রতি কোনো দিনই তিনি উচ্চাকাক্সক্ষী ছিলেন না। ব্যক্তিগত জীবনই ছিল মৌসুমীর কাছে বেশি গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ছবি ‘বালিকা বধূ’তে অভিনয় করে সিনেমার জগতে প্রবেশ ঘটেছিল মৌসুমী চট্টোপাধ্যায়ের। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। মৌসুমীর তখন নাম ছিল ইন্দিরা চট্টোপাধ্যায়। পরবর্তী সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় মৌসুমী। অভিনয়ের শুরু বাংলা ছবিতে হলেও পরবর্তী সময় বহু হিন্দি ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, সময়ের আগে তিনি জীবনে সবকিছু পেয়ে গিয়েছে। খুব ছোট বয়সে ‘বালিকা বধূ’তে অভিনয় করে তিনি সফল হয়েছেন। বিয়ের পরই তিনি মুম্বাই চলে যান। শুরুতে হিন্দি ছবিতে অভিনয়ের পরিকল্পনা ছিল না। ১৯৭২ সালে শক্তি সামন্তের ‘অনুরাগ’ ছবিতে কাজ করে বলিউডে জার্নি শুরু করেছিলেন মৌসুমী। মাত্র ১৯ বছর বয়সে তার সন্তান হয়। মৌসুমী নিজের একটা মার্সিডিজ গাড়িও কিনে ফেলেন। নিজেকে ফিট রাখতে, বাড়িতে নিয়মিত ট্রেডমিলে হাঁটেন তিনি। মৌসুমীর মতে, শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ, কিন্তু আধ্যাত্মিকভাবে সুস্থ থাকাটা আরো বেশি জরুরি। সাতের দশকে বলিউডে ‘হাইয়েস্ট পেইড’ অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ঋষি কপুর, বিনোদ খান্না, জিতেন্দ্র, বিনোদ মেহরার মতো অভিনেতাদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। মৌসুমীকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে সুজিত সরকারের ছবি ‘পিকু’তে। এই ছবিতে দীপিকা পাড়–কোনের মাসির চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। – মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়