খরায় পুড়ছে জনজীবন : আরো বাড়তে পারে তাপপ্রবাহ

আগের সংবাদ

দলীয় নেতাকর্মীর উদ্দেশে প্রধানমন্ত্রী : দেশি-বিদেশি চক্রান্ত হতে পারে, তাই সতর্ক থাকুন

পরের সংবাদ

আজ বোশেখের পয়লা দিনে

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পুুব আকাশে রং ছড়িয়ে
সূর্যমণি ভাসে
স্বপ্ন-আশার দোলায় চড়ে
নতুন বছর আসে।
গাছে গাছে পুলক জাগা
ওই কিশলয় হাসে
গোপন মায়ার গভীর টানে
শুধুই ভালোবাসে।

মোরগ ডাকা ভোরবেলাতে
চোখ থেকে ঘুম টুটে
কাঁচা আমের গন্ধ পেয়ে
দলবেঁধে যাই ছুটে।
পাকুড় তলে ঢাকুর ঢুকুর
ঢোলক বেজে ওঠে
মেলায় বসা হরেক জিনিস
দেখে হাসি ফোটে।

মণ্ডা-মিঠাই কিনছে সবাই
কিনছে বেলুন-বাঁশি
নাগরদোলায় চড়েই সুখী
কানাই লালের মাসি।
ঝুমুর ঝুমুর পুতুল নাচে
ওঠে হল্লা-হাসি
চতুর্দিকে খুশির আমেজ
বইছে রাশি রাশি।

আজ বোশেখের পয়লা দিনে
উঠব মেতে গানে
এক মোহনায় মিলব সবাই
অভিন্ন এক প্রাণে।
দুঃখ-ব্যথা যাক ঘুচে যাক
বলব কানে কানে
বুক বেঁধে ঠিক নতুন আশায়
ছুটব সমুখ পানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়