মিয়ানমারের ৩৭ শহরে মার্শাল ল’

আগের সংবাদ

পাঁচ ভোগ্যপণ্যে রোজার আঁচ : রমজান সামনে রেখে চিনি, ছোলা, খেজুর, ভোজ্যতেল ও মসলার দাম দফায় দফায় বাড়ছে

পরের সংবাদ

ক্ষণদা শিশু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

একজোড়া কালো চোখ হেঁটে যায়
গর্ভবতী রাতের পাটাতন ছুঁয়ে
দূর্বাঘাসের সুতোয় বোনা আংটি
আর কালচে হলুদ ইউনিফর্ম পরে
রাতের সীমান্ত পাহারা দেয়
একদল সেয়ানা গাছফড়িং

চাঁদ-সুরুজের গোপন লেনাদেনার সাক্ষী
জোড়া কালো চোখের কৌশলী ডাকে
কাঁচির মতো অর্ধবৃত্ত চাঁদ
এসে দাঁড়ায় আম্রপালি গাছের ফাঁকে

আচমকা রুপোলী আলো
নিশিথ পথ জমকালো
গাছফড়িং হারায়! সহসাই চকমকে আলোর পাড়ায়।

জোড়া চোখ ঢুকে পড়ে রাতের গহীনে, আঁতুড় ঘরে
কেতুর চোখে জন্ম নেয়া ক্ষণদা শিশু কেঁদে ওঠে
নোনা জলে মোমের মতো কেতুর গলে
আটাশে চোখও খোলে-

চোখের কার্নিশে কি দোলে?
চোখের বিপরীতে চোখ
রেটিনায় তাওয়া জ্বলে
স্ক্রিনি যুগের ক্ষণদা শিশু
কালো চোখের আয়নায়
খুঁজে নেয় আলোর শ্লেষ
পৃথিবীর ক্যানভাস আলোর আলপনায়
ভরে ওঠে, ঘুচে আঁধার-ক্লেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়