হাইকোর্টে বিএনপি নেতা খোকন ও মিলনের জামিন

আগের সংবাদ

ভোটের আগাম প্রচারে আ.লীগ : সভা-সমাবেশে উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে

পরের সংবাদ

খুকির শপথ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রোজ সকালে পুবাল হাওয়া মাখে খোকা গায়ে,
শিশিরভেজা সবুজ ঘাসে হাঁটে মৃদু পায়ে।
কিন্তু খুকি ঘুমিয়ে থাকে পায় না ভোরের আলো,
আলসে মেয়ে লোকের কাছে হয় কখনো ভালো?

খুকির শোকে গোলাপ-জবা দুঃখ মনে ফোটে,
কারণ খুকি নেয় না সুবাস খুব সকালে ওঠে।
খোকার সুনাম সারাবাড়ি ছড়ায় সবার মুখে,
পড়া-লেখা নিয়ে খোকা আছে বেজায় সুখে।
রাগ-অভিমান করে জোনাক চাঁদকে বলে ডেকে,
এমন অলস খুকির গালে দিসনে আদর মেখে।
শনশনিয়ে বাতাস এসে বলল খুকির কানে,
এই সময়ে ঘুমিয়ে থাকার হয় কি কোনো মানে?

করুণ কথা বুঝতে পেরে কষ্টে কপাল ভাঁজে,
এত্ত নালিশ শুনে খুকি মুখটি লুকায় লাজে।
উঠবে খুকি রোজ সকালে এমন শপথ করে,
সবার হাতে হাত মিলিয়ে খুশির গোলাপ ঝরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়