ইউনেসকোর প্রতিবেদন : দেশে শিক্ষা ব্যয়ের ৭১ ভাগ বহন করে পরিবার

আগের সংবাদ

তীব্র শীতে জবুথবু জনজীবন

পরের সংবাদ

এমটিবি ফাউন্ডেশনের এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এমটিবি ফাউন্ডেশনের ৩য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন এমটিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী। সভা পরিচালনা করেন এমটিবির গ্রুপ কোম্পানি সেক্রেটারি, মালিক মুনতাসির রেজা এবং এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরী গভর্নিং বডির সামনে আলোচ্যসূচি পাঠ করেন। গত ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখে ঢাকায় আয়োজিত এজিএমে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্যবৃন্দ মো. ওয়াকিল উদ্দিন, মো. আব্দুল মালেক, মো. হেদায়েত উল্লাহ ও সৈয়দ মাহবুবুর রহমান।
উল্লিখিত এজিএমে আরো উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ নাজমুল হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়