বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আফজাল করিম : পরিচালন মুনাফা অর্জনের শীর্ষে সোনালী ব্যাংক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সদ্য সমাপ্ত ২০২২ সালে দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। তিনি বলেন, বিশ্বের অর্থনৈতিক মন্দার ভেতরেও সোনালী ব্যাংক বিভিন্ন সূচকে অগ্রগতি সাধন করেছে। দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই শ্রেণিকৃত ঋণ আরো কমে আসবে।
নতুন বছরের প্রথম দিনে গতকাল রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিগত বছরের অর্জন সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররা উপস্থিত ছিলেন। এর আগে অনানুষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের তথ্য জানিয়েছিল ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এমডি জানান, বিগত ২০২২ বছর শেষে রেকর্ড ২৫০৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক লিমিটেড। ২০২১ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২১০০ কোটি টাকা। ব্যাংকটির আমানত ও ঋণের আনুপাতিক হার এ বছর ৬০ শতাংশ, যা গত বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। বর্তমানে মোট ঋণের পরিমাণ ৮৪ হাজার ৬০০ কোটি টাকা। তিনি বলেন, বিশ্বের অর্থনৈতিক মন্দার ভেতরেও সোনালী ব্যাংক বিভিন্ন সূচকে অগ্রগতি সাধন করেছে। দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই শ্রেণিকৃত ঋণ আরো কমে আসবে।
এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের সিইও এন্ড এমডি বলেন, প্রফিট বাড়ায় অচিরেই আমাদের মূলধন ঘাটতি কমে আসবে। সমাপ্ত বছর আমাদের এনপিএলের তুলনায় পারফর্মিং লোন বেড়েছে। এটি আরো বাড়ানোর চেষ্টা করছি।
তথ্যমতে, বর্তমানে ব্যাংকটিতে মোট আমানত রয়েছে ১ লাখ ৪১ হাজার হাজার কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৬ হাজার কোটি টাকা বেশি। সে হিসাবে বর্তমানে দেশের সবচেয়ে বেশি আমানত এখন সোনালী ব্যাংকে। এই বিপুল আমানত যথাযথভাবে ব্যবহার করতে পারলে আগামী দিনে সব সূচকে ব্যাংকটি ভালো করবে বলে মনে করেন ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আফজাল করিম।
তিনি বলেন, সমাপ্ত বছরে নেট ইন্টারেস্ট মার্জিন পজিটিভ হয়েছে। আমাদের সব লোন পারফর্ম করেছে। ইন্টারেস্ট ইনকাম বেশি হয়েছে। নেট ইন্টারেস্ট মোট ৩ হাজার ৭৬৯ কোটি টাকা। এটা গত বছরের চেয়ে এক হাজার ১২২ কোটি টাকা বেশি।
আফজাল করিম বলেন, সদ্য সমাপ্ত বছরে সোনালী ব্যাংক গুরুত্ব দিয়েছে সিএমএসএমই লোনে। বড় অঙ্কের লোন তেমন দেয়া হয়নি। মূলত ১৫ হাজার কোটি লোন বেড়েছে সিএমএসএমই ও এনজিও লিংকেজের মতো লোন থেকে। তিনি আরো বলেন, খাদ্য, সার ও পেট্রোলিয়াম নিয়ে ২০২২ সালে সোনালী ব্যাংক ৪১ হাজার কোটি টাকার সরকারি এলসি করেছে। এর মাধ্যমে দেশের মানুষের জন্য বড় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে ব্যাংকটি। মূলত, সরকারি এলসিগুলো নামমাত্র কমিশন মূল্যে খোলা হয়েছে, যা এলসি থেকে আয় খুব কম। ১০০ টাকায় কখনো ৪০ বা ৮০ পয়সার মতো। তবে এলসি থেকে ব্যাংকের কোনো লোকসান হয়নি। এছাড়া রূপপুর পারমাণবিক প্রকল্পে সোনালী ব্যাংকের কোনো এলসি পেন্ডিং নেই বলে জানান তিনি। প্রসঙ্গত, সোনালী ব্যাংকের দেশের অভ্যন্তরে মোট ১ হাজার ২২৯টি শাখা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়