বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

পাটজাত পণ্য : অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াল ভারত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বাংলাদেশের পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়িয়েছে ভারত। এক  বিজ্ঞপ্তিতে দেশটির পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর স্বাক্ষরিত ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পাঁচ বছর পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক কার্যকর হবে। ওই শুল্ক ভারতীয় মুদ্রায় দিতে হবে। ভারতের অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ও নেপালের পাটজাত পণ্যে টনপ্রতি ৬ ডলার ৩ সেন্ট থেকে ৩৫১ ডলার ৭২ সেন্ট শুল্ক প্রযোজ্য হবে। স¤প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ভারত সফরে অ্যান্টি ডাম্পিং শুল্ক বিষয়ে আলোচনা হয়।
মেয়াদ যেন না বাড়ানো হয় সেই বিষয়ে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র। জানা গেছে- অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ পাঁচ বছর বেড়েছে। স¤প্রতি ভারতের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজ্ঞপ্তির আওতায় আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক সরকারি গেজেটে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে (যদি না এই সময়ের আগে তা প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা হয়) কার্যকর হবে এবং ভারতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে।
২০১৭ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদে প্রতি টনে ১৯ ডলার থেকে ২৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে ভারত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে মেয়াদ বাড়ানো হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়