হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও বিসিবিএল চুক্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে গঠিত এক হাজার কোটি টাকার পুনঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) একটি অংশগ্রহণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনঅর্থায়ন স্কিমে চুক্তিপত্র স্বাক্ষর করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের উপপরিচালক মার্জিয়া আক্তার, যুগ্ম-পরিচালক মো. হাসান চিশতী, বিসিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক-২ ড. মো. আব্দুল কাদের এবং এসএমই বিভাগের প্রধান আব্দুল অদুদ। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়