কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

চাঁদের দেশে ঘুম

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আমার-
বাড়ির পাশে একটি দীঘি, শান বাঁধানে ঘাট
কিনার ঘেঁষেই সবুজ মাখা তেপান্তরের মাঠ
মাঠের পরে দূরের বনে গাছগাছালির সারি,
সেথায় আমার ইষ্টিকুটুম পাখপাখালির বাড়ি।
নিত্য আমায় ডাকতে আসে খিড়কি দোরের পাশে
প্রজাপতি সবুজ ফড়িং ওরাও ভালোবাসে।

একদিন-
আমায় নিয়ে আকাশ ছুঁয়ে চাঁদের দেশে যায়,
আমায় দেখে চাঁদের বুড়ি ডাকলো যে আয় আয়!
কোলে নিয়ে খুব যতনে দিল আমায় চুম,
অমনি আমার দুই আঁখিতে জুটলো এসে ঘুম।

তখন-
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুলার মতো পাহাড়,
নিটোল বনের ঝর্ণাধারা, নানান ফুলের বাহার,
হাওয়ায় দোলা কলমিলতা, মেঘবালিকার চুড়ি
বাঁশি হাতে রাখাল বালক, সাপলেজা এক ঘুড়ি।
স্রোতের নদী, পালতোলা নাও, পরান মাঝির দুখ,
তারই মাঝে দেখতে পেলাম আমার মায়ের মুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়