ক্র্যাবের স্থায়ী অফিস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

আগের সংবাদ

রপ্তানি পণ্যের বহর বাড়ছে : মাইলফলকের ঘরে টেক্সটাইল, কৃষি এবং চামড়াজাত পণ্য

পরের সংবাদ

ফুল যেভাবে ফোটে

প্রকাশিত: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আজ টুশীর জন্মদিন। ইকলু ভাই এসে টুশীর হাতে একটি ফুল তুলে দিলেন।
‘শুভ জন্মদিন, টুশী মামণি।’
টুশী ফুলটির দিকে অনেকক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকল। শেষমেশ বলল, ‘ইকলু ভাই।’
‘বলো টুশী।’
‘টুশী জানতে চায় এটা কী জিনিস।’
‘এটা হলো গিয়ে ফুল।’
‘ফুল কোথায় পেলে ইকলু ভাই?’
‘লাল ভাইয়ের বাগানের গাছ থেকে নিয়ে এসেছি।’
‘ফুল কি গাছে হয়?’
‘হ্যাঁ টুশী।’
‘কীভাবে হয়? কখন হয়? কই, টুশী তো কখনো দেখেনি।’
‘চলো টুশী, তোমাকে লাল ভাইয়ের ফুলের বাগান দেখিয়ে আনি।’

২.
টুশীদের দেখে লাল ভাই বললেন, ‘শুভ জন্মদিন, টুশী। কী ব্যাপার? হঠাৎ আমার ফুল বাগানে…’
‘টুশী ফুল দেখতে এসেছে।’
‘বাগানে তো এখন কোনো ফুল নেই।’
‘ফুল কোথায় বেড়াতে গেল?’
‘ফুল বেড়াতে যায় না টুশী। ফুলগুলো বিক্রি করে দিয়েছি। ওগুলো এখন ফুলের দোকানে, বিক্রি হচ্ছে।’
‘ফুল বিক্রিও হয়?’
‘হ্যাঁ, টুশী। আমার মতো এখন অনেকেই বাণিজ্যিকভাবে ফুলের চাষ করে। তারা ফুল বিক্রি করে।’
‘কিন্তু ফুল কীভাবে হয় লাল ভাই?’
ইকলু ভাইও বললেন, ‘এটা দেখাতেই টুশীকে তোমার কাছে নিয়ে এসেছিলাম, লাল ভাই।’

৩.
লাল ভাই এদিক-ওদিকে তাকান। বাগানে কোনো ফুল নেই। তিনি একটি গাছের দিকে এগিয়ে যান। ফুলের কলি আছে।
তিনি বললেন, ‘এই কলিটা থেকেই ফুল ফুটবে, টুশী।’
‘কলি থেকে ফুল ফোটে?’
‘হ্যাঁ, টুশী।’
‘কিন্তু এখন ফুটছে না কেন? টুশী ফুল ফোটা দেখতে চায়, লাল ভাই।’
লাল ভাই এক মুহূর্ত ভাবেন। পরে তিনি টবসহ গাছটি টুশীর দিকে বাড়িয়ে ধরে বললেন, ‘তুমি এই ফুল গাছটা নিয়ে যাও। তার পর দেখবে কীভাবে কলি থেকে ফুল ফোটে।’
টুশী টবটি বাসায় নিয়ে এলো।
সে এখন নিয়মিত টবের গাছটির যতœ-আত্তি করে। ধীরে ধীরে কলিটি বড় হয়। ধীরে ধীরে তার কলিগুলো বাইরে বের হয়। একসময় সেটি পুরোপুরি ফুটে একটি ফুলে পরিণত হয়।
অনেক সুন্দর একটি ফুল। পাপড়িগুলো কী সুন্দর ডানা মেলে আছে। টুশীকে যেন হাতছানি দিয়ে ডাকছে।
টুশী তো তখন খুশিতে আত্মহারা। তিড়িং বিড়িং করে নাচতে লাগল।

৪.
টুশীকে খুশি দেখে ইকলু ভাই জানতে চাইলেন, ‘কী ব্যাপার টুশী, এত্ত খুশি যে!’
‘টুশী আজ জেনেছে কীভাবে কলি থেকে ফুল ফোটে।’
‘বেশ।’
‘সেই সঙ্গে টুশী তোমাকে একটি কথাও বলতে চায় ইকলু ভাই।’
‘কী কথা। বলে ফেলো তো টুশী।’
‘টুশী কখনো গাছ থেকে ছেঁড়া ফুল চায় না। ফুল গাছেই সুন্দর দেখায়। টুশী চায় সবাই তাকে ফুল গাছসহ ফুল উপহার দেবে।’
ইকলু ভাই হেসে ওঠেন। বললেন, ‘আচ্ছা, তাই হবে টুশী।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়