ক্র্যাবের স্থায়ী অফিস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

আগের সংবাদ

রপ্তানি পণ্যের বহর বাড়ছে : মাইলফলকের ঘরে টেক্সটাইল, কৃষি এবং চামড়াজাত পণ্য

পরের সংবাদ

ছড়া পড়ে টাপুর টুপুর

প্রকাশিত: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ছড়া পড়ে টাপুর টুপুর ছড়ার কত রঙ,
একটা হাসে একটা নাচে একটা দেখায় ঢঙ।

একটা ছোটো একটা বড়ো
একটা চিকন একটা মোটা
একটা খাটো একটা সোজা
একটা মরা একটা ফোটা।

একটা সাদা একটা কালো
একটা বেঁটে একটা বাঁকা
একটা খোঁড়া একটা কানা
একটা মামা একটা কাকা।

একটা তেজী একটা জেদী
একটা মতিন একটা হারুন
একটা বোঁচা একটা বোকা
একটা খারাপ একটা দারুণ।

একটা বুড়ো একটা ছোঁড়া
একটা গাধা একটা চালু,
একটা অলস একটা কাজের
একটা পেঁয়াজ একটা আলু।

ছড়া পড়ে টাপুর টুপুর নাও না এসে কুড়িয়ে,
করলে দেরি দেখবে এসে সব গেছে হায় ফুরিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়