বিএনপির কেন্দ্রীয় কমিটিতে খোকন ও শ্যামল

আগের সংবাদ

অনেক প্রস্তুতির ঈদযাত্রায় শঙ্কা : শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়, অতিরিক্ত দামে বাসের টিকেট বিক্রি

পরের সংবাদ

ঈদের মানে

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রণি সামাদ বাহার সুনীল ছিলো আমার বন্ধু সুজন,
ক্লাসের ফাঁকে চলতো সবার আড্ডাবাজি চলতো কুজন।
রণি এখন ব্যারিস্টার আর ভালোই আছে ঢাকায় থাকে,
প্রয়োজনে চালান করে লালদালানে যাকে তাকে।

রণিই ভালো, নিজ পেশাতে খ্যাতি ও তার যশ রয়েছে,
তার হাতে ভাই টাকা নগদ মাত্র কোটি দশ রয়েছে।
সামাদ এখন বড় নেতা তারও বাড়ি গাড়ি আছে,
সারা দেশেই রয়েছে তার পরিচিতি সবার কাছে।

সুনীল আছে ঘোর বিপদে বলবো কী আর স্পষ্ট করে,
পরের বাড়ি কাজ করে তার দিন চলে যায় কষ্ট করে।
ভাঙা ঘরের চাল চুলো নেই মাথার উপর সুনীল আকাশ,
আমার দিকে অমন করে বন্ধুরে তুই কেমনে তাকাস!

বাহার আজও রিক্সা চালায় সারাটা দিন গঞ্জ-গ্রামে,
বর্ষা শীতে গ্রীষ্ম-ভাঁপে প্যাডেল চাপে সন্ধ্যা নামে।
সংসার তার চলছে বটে টেনেটুনে কর্জ ঋণেও,
সারাবছর রিক্সা চালায় এমন কি ভাই ঈদের দিনেও।

সবাইকে আজ ডেকে ডুকে নিয়ে এলাম কায়দা করে,
রণি সামাদ বাহার সুনীল বসেছি আজ আমার ঘরে।
কথা হলো এখন থেকে দেখবো সবাই সবার পানে,
যৌথভাবে এগিয়ে যাওয়াই আমার কাছে ঈদের মানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়