চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আগের সংবাদ

সব বাঙালির উৎসব : সনজীদা খাতুন

পরের সংবাদ

বোশেখের ডাকে

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বোশেখের দিনে আজ অতীতকে ভুলে
বোশেখের নব সাজে মন ওঠে দুলে।
বোশেখের আগমনে ছোট নদী ছোটে
বোশেখের আগমনে আশা ফুল ফোটে।

বোশেখের কাছে নেই শোক ব্যথা-দুখ
বোশেখের ভালোবাসা আছে এক বুক!
বোশেখের কাছে আছে স্বপ্নীল আশা
বোশেখের আগমনে খুশি কুলি-চাষা।

বোশেখের আগমনে শুচি হয় ধরা
বোশেখের রঙে জেগে ওঠে আধমরা।
বোশেখের হাতে আছে নতুনের স্বাদ
বোশেখের আগমনে পুরাতন বাদ।

বোশেখের মুখে আছে নতুনের গান।
বোশেখের বুকে রূপ পরম আহ্বান।
বোশেখের তুলি মোছে ব্যাধি জরা ভুল
বোশেখের হাত ছুঁয়ে ফোটে সুখী ফুল।

বোশেখের গুণগান সুরে সুরে বলা
বোশেখের ডাকে শুরু নতুনের চলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়