ভাংচুর এবং আক্রমণ : বিএনপির চারশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

এমন করুণ মৃত্যু আর কত দেখব?

পরের সংবাদ

মা-ই কেবল বোঝে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আকাশটা মা’র কপাল যেন চাঁদটা যেন টিপ,
নিশুত রাতে একলা আমি, বুক করে ঢিপঢিপ।
আকাশটাকে মায়ের মতো লাগে-
বইছে হাওয়া ঝিরিঝিরি
একলা ঘরে কেমনে ফিরি,
আকাশে মা লুকিয়ে আছে কোন বা অনুরাগে?
প্রশ্ন মনে জাগে।

বন বুঝি মা’র শাড়ির আঁচল কৃষ্ণচূড়া পাড়,
বনের মাঝে মাকে খুঁজি, মা তো মনিহার।
অরণ্যকে মায়ের মতো লাগে-
শান্তি অপার বনের কাছে
মা বুঝি তাই লুকিয়ে আছে,
থাকবে না মা কেন বলো শুধুই আমার ভাগে?
প্রশ্ন মনে জাগে।

তাইতো আমি দিন ও রাতে চলছি মায়ের খোঁজে
আমি যে তার কেমন ছিলাম মা-ই কেবল বোঝে,
আমার মা-ই কেবল বোঝে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়