রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত মেট্রোরেলকর্মী

আগের সংবাদ

পুলিশের সঙ্গে হাতাহাতি : ফেনীতে ১৪৪ ধারা ভেঙে বিএনপির বিক্ষোভ

পরের সংবাদ

নতুন বছরে তাদের ‘দায়মুক্তি’

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বিজয় দিবসের ঠিক আগের দিন সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দায়মুক্তি’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। কমল সরকারের গল্পে এই সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। মূলত বৃদ্ধাশ্রম নিয়েই এই সিনেমার গল্প এবং অভিনেতা আবুল হায়াতকে ঘিরেই সিনেমাটির গল্প। এতে তার সঙ্গে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান। প্রযোজক জানান, আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাইমন, সূচনাসহ আরো অনেকে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এর আগে আমি আর দিলারা ভাবি এক সিনেমায় অভিনয় করিনি। এবারই প্রথম আমরা একসঙ্গে সিনেমায় অভিনয় করলাম। তবে এটা সত্যি যে অনেক নাটকে আমাদের একসঙ্গে বা জুটি হিসেবে কাজ করা হয়েছে। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমিও আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’ দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। ‘দায়মুক্তি’ সিনেমায় কাজ করার মধ্যদিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী ‘দায়মুক্তি’ নিয়ে। বাকিটা আসলে দর্শকের আগ্রহের ওপর নির্ভর করছে।’ এদিকে আবুল হায়াত এরই মধ্যে বিজয় দিবস উপলক্ষে নির্মাণ করেন ‘সালাম কমান্ডার’ নামের একটি নাটক। এছাড়াও তিনি এরই মধ্যে অরুনা বিশ্বাসের পরিচালনায় অনুদানের সিনেমা ‘অসম্ভব’-এ অভিনয় করেছেন। করোনা থেকে সুস্থ হওয়ার পর আবুল হায়াত চলতি বছরের মাঝামাঝি সময়ে ‘মেঘ ময়ূরীর গল্প’ নামের একটি নাটক নির্মাণ করেন রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে। অন্যদিকে দিলারা জামান কিছুদিন আগে আবুল হায়াতের পরিচালনায় ‘আমি কান পেতে রই’ নাটকে অভিনয় করেছেন। দিলারা জামান শ্যাম ব্যানেগাল পরিচালিত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকে অভিনয় করেছেন। বায়োপিকে অভিনয় করা নিয়েও ভীষণ উচ্ছ¡সিত দিলারা জামান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়