বহুবিবাহ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আগের সংবাদ

বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা : দুর্নীতিমুক্ত দেশ দেখে যেতে চাই

পরের সংবাদ

লাল-সবুজের হাসি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এই যে সকাল ভোরের আলো সবুজ খুশির গান,
ঘাসের বুকে ঝিকমিকি ঝিক রোদের হাসির বান।
চাষার বুকে আশার বাতি
জ্বালিয়ে রাখে দিবস-রাতি
আদর মায়ায় জড়িয়ে রাখা সোদা মাটির টান।

এই যে দুপুর বিকেল ও সাঁঝ পাখির কলতান,
ভাই ফুপু বোন মামী চাচা পিসি খালুর মান।
সকল বাঁধন অটুট সুখে
সাজানো সুর এসব বুকে
একাত্তরের বীর বাঙালি বিজয় সেনার দান।

ভালোবাসার রক্তে মাটি মিশলো রাশি রাশি
সেই তো পেলাম আজ পতাকার সবুজে লাল হাসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়