বহুবিবাহ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আগের সংবাদ

বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা : দুর্নীতিমুক্ত দেশ দেখে যেতে চাই

পরের সংবাদ

বিজয়ের মাস

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করতে দখল আমার এ দেশ পাকহানাদার যত,
লোভীর বেশে এলো ছুটে পিপীলিকার মতো।
আপন মতে করত শাসন মানবতা রুখে,
নির্বিচারে মারত মানুষ ছুঁড়ত বুলেট বুকে।

নির্যাতনের শিকার হতো বৃদ্ধ যুবক নারী,
পাপাচারে বাংলা তখন উঠল হয়ে ভারি।
আমরা তো ভাই বীরের জাতি সকল কাজের কাজি,
শপথ নিলাম করব বিদায় পাকসেনাদের আজই।

ঐক্য হয়ে, দৃঢ় পণে সাহস নিয়ে মনে,
একাত্তরের লগ্নে সবে গেলাম রণাঙ্গনে।
হাতের মুঠোয় জীবন রেখে লড়েছি নয় মাস,
দেশের মায়ায় বন্ধ হলো লক্ষ ভাইয়ের শ্বাস।

মোদের কাছে হার মেনে যায় পাকসেনাদের দল,
লাল সবুজের স্বাধীন নিশান ঘুচল চোখের জল।
বিজয়ের এ মাসটি হলো ইতিহাসের তাজ,
সালাম তাদের, যাদের ত্যাগে স্বাধীন মোরা আজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়