বহুবিবাহ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আগের সংবাদ

বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা : দুর্নীতিমুক্ত দেশ দেখে যেতে চাই

পরের সংবাদ

বাবার হাসি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিজয় খুশি এলো ঠিকই হয়নি বাবার ফেরা
লাল-সবুজের এই পতাকা বাবার স্মৃতি ঘেরা।
যে পথ ধরে বাবা যেতেন মসজিদেতে রোজ
খুঁজতে থাকি পাই যদি তার পদধূলির খোঁজ?
বাবার প্রিয় সুরমা গাঙের তীরেও ছুটে যাই
বাবার কণ্ঠস্বর বাতাসে ভাসতে পারে তাই।
হয় না দেখা বাবার সাথে থাকেন বাবা পাশে
অহর্নিশি বাবার আওয়াজ নিত্য কানে আসে।
ভোরবিহানে বাবার কণ্ঠে কুরআন পাঠের সুর
ভোরের হাওয়ায় ভেসে বেড়ায় ধ্বনি সুমধুর।
পাহাড় দেখে জানতে গেলাম বাবার কথা কিছু
মেঘের ভেলা দেখতে পেয়ে নিলাম তারও পিছু।
বাবার ঘড়ি চশমা দেখে জাগলো মনে আশা
থাকতে পারে ও দু’টোতে বাবার ভালোবাসা।
মনের সুখে লাল-সবুজের খুলতে গেলাম ভাঁজ
দেখতে পেলাম নিশান জুড়ে বাবার হাসি আজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়