বঙ্গবন্ধুর উজ্জ্বল উত্তরাধিকার

আগের সংবাদ

বেপরোয়া চোরাচালান চক্র : স্থল, নৌ ও আকাশপথে আসছে হরেক চোরাই পণ্য, বাংলাদেশ থেকে অনেক পণ্য পাচারও হচ্ছে

পরের সংবাদ

খোকা যখন দেখে স্বপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঘুম পরীটা ঘুম পাড়িয়ে
যেই নিয়েছে ছুটি,
স্বপন পরী চোখের পাতায়
হেসেই লুটোপুটি

বলল ওমা! খোকা তোমার
পকেট কেন ফাঁকা?
হাসনা হেনার ঘ্রাণ দেব আর
আধখানা চাঁদ বাঁকা।

বললো খোকা- ভাবছো বোকা
ওসব আবার কি?
ঘুম পালানো দুপুর দাওতো
দুহাত পেতেছি।

তারচে বরং আকাশ দিও
রঙিন ঘুড়ি আঁকা,
দিতে পারো কুল, চালতা
চাইলে আধাপাকা।

আচ্ছা না হয় বন্ধু দিও
কাঠবিড়ালির মত,
দুজন মিলে পাড়বো ঢাসা
আম-পেয়ারা যতো।

উঠলো খোকা মায়ের ডাকে
স্বপন গেল টুটি,
উঠোন ভরা রোদের হাসি
খাচ্ছে লুটোপুটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়